Spoken English Learning
আমরা জানি English হচ্ছে International Language. আন্তর্জাতিক ভাষা হওয়ায় আমাদের সমাজে এর চাহিদা অনেক। আপনি ভালো ইংরেজি বলতে পারা মানে আপনার জীবনের অনেক রাস্তা সহজ হয়ে পড়ে। চাকুরির বাজারে আপনার Demand অনেক বেড়ে যায়। ভালো Job পাওয়া আপনার জন্য সহজ হয়। বর্তমানে শুধু ভালো ইংরেজি না বলতে পারার কারনে আমরা অনেক পিছিয়ে আছি। তাই আমাদের Speaking English শিখার উপর জোর দিতে হবে।
আমরা অনেকেই ইংরেজিতে কথা বলতে চাই। কিন্তু তা আমরা সুন্দরভাবে বলতে পারিনা। আমরা যদি আমাদের ইংরেজি বলাটাকে একটা মিনিমাম লেভেলে নিয়ে যেতে চাই বা আপগ্রেড করতে চাই তাহলে আমাদের কয়েকটি টিপস মানলে তা অর্জন করা সহজ হবে। আজকে আমরা এই টিপস নিয়ে কথা বলব।
More Read - Simple Way to Learn English
লজ্জা না পাওয়া
Spoken English শিখার ক্ষেত্রে সব থেকে প্রধান বাধা হচ্ছে লজ্জা পাওয়া। Spoken English শিখার জন্য প্রথমেই আপনাকে লজ্জা কমাতে হবে। আমরা যেহেতু ইংরেজি সঠিকভাবে বলতে পারি না তাই আমাদের মধ্যে লজ্জাটা একটু বেশি কাজ করে। আমরা সব সময় ভাবি কখনো ইংরেজিতে কথা বলতে গিয়ে কোন কিছু যদি আমরা ভুল বলে ফেলি এতে আশেপাশের মানুষজন হাসাহাসি করবে। এতে আমরা বিব্রত বোধ করি ও লজ্জা পাই। কিন্তু কোন কিছু শিখার সময় লজ্জা পেলে হবে না। আমাদের বুঝতে হবে যে আমরা ভুল করতে করতে শিখব। তাই লজ্জা পেয়ে আমাদের ইংরেজি শেখাটা থামানো যাবে না।
সঠিক প্রসেস না জানা
আমাদের Spoken English Learning এর সঠিক প্রসেসটা না জানায় আমরা ইংরেজিতে কথা বলতে পারছি না। Spoken English Learning এর জন্য সঠিক প্রসেসটা জানা দরকার। এটা ঠিক যে আমরা ইংরেজি মুভি দেখে বা নিউজপেপার পড়ে অনেক ইংরেজি নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবো কিন্তু Spoken English এর ক্ষেত্রে এটা করতে গেলে অনেক সময় হিতে বিপরীত ঘটে কারণ আপনি যখন একটি নিউজ পেপার বা মুভি থেকে একটি Sentence পড়েন তখন দেখা যায় এতে তিন-চারটা শব্দের অর্থ আপনি না জানায় সেটা জানার জন্য আপনি বিভিন্ন ডিকশনারিতে চলে যান। এতে আপনার Spoken English শিখা অফ হয়ে Vocabulary শিখা হয়। এই প্রসেস টা Vocabulary শিখার জন্য অনেক Helpful.
ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি করা
আমাদের ইংরেজি শিখার জন্য একটা ভালো ফ্রেন্ড সার্কেল খুব প্রয়োজন। ফ্রেন্ডের সাথে আমরা যে কোন টপিক নিয়ে নির্বিঘ্নে কথা বলতে পারি এবং আমাদের লজ্জা টা তখন খুব কম কাজ করে। তাই ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাদের ইংরেজি শিখার জন্য সপ্তাহে একদিন আমরা ইংরেজিতে আড্ডা দিতে পারি। সেদিন কনভারসেশন ফুল ইংলিশে হবে কোন বাংলা বলা যাবে না। এভাবে আমরা Spoken English Practice করতে পারি।
More Read - Exam Preparation Tips
আমরা ইংরেজিকে বিশাল সাগরের মত মনে করি
আমরা ভাবি ইংরেজিতে কথা বলার জন্য আমাদের অনেক কিছু শিখতে হবে। কিন্তু ইংরেজিতে কথা বলার জন্য আপনার মহা পন্ডিত হওয়ার প্রয়োজন নাই। একটা জিনিস আপনি ভাবতে পারেন। যেমনঃ বাংলা ডিকশনারি খুললে আপনি দেখতে পারবেন সেখান থেকে ৭০% শব্দ আমরা অনেকেই জানি না। তবুও আমরা কিন্তু বাংলায় আমাদের প্রয়োজনীয় কথা বলতে পারি। ঠিক একইভাবে ইংরেজি ডিকশনারিতে ও আপনি ৭০-৭৫% শব্দের অর্থ নাই জানতে পারেন। তার মানে এই না যে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। আপনি একটু Practice করলে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় Conversation গুলো শিখতে পারবেন। Speaking English এর জন্য আপনার কঠিন কঠিন ওয়ার্ড শিখা কোন প্রয়োজন নাই।
Take Enough Time
যেহেতু English একটি ভাষা। তাই আপনি হুট করে একদিনে ইংরেজিতে কথা বলা শিখে যাবেন না। এর জন্য আপনার সময় প্রয়োজন। Spoken English এর উপর আপনাকে যথেষ্ট সময় দিতে হবে। আমরা ইংরেজিকে বাংলা ভাষার সাথে কম্পেয়ার করতে পারি। বাংলা ভাষা আমরা কিভাবে শিখেছি, কেমন সময় দিয়ে শিখেছি, সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আমরা বাংলায় শুনতে শুনতে বাংলাতে কথা বলা শিখেছি। যা একদিনে হয়নি। তাই আমাদের মধ্যে ধৈর্য রাখতে হবে। ভাষা শিখাটা পুরোপুরি প্র্যাকটিস উপর নির্ভরশীল এবং এটার জন্য আপনাকে পর্যাপ্ত সময় দিয়ে যেতে হবে।
Use Some Application
আপনি স্পিকিং ইংলিশ শিখার জন্য বিভিন্ন ধরনের Application use করতে পারেন। স্পিকিং ইংলিশ শিখার জন্য এখন আমাদের মোবাইলেই নানা রকম অ্যাপস পাওয়া যায়। যেমনঃ www.free4talk.com ওয়েবসাইট বা Speaklar Apps। আপনি এখানে World এর নানা প্রান্তের লোকের সাথে স্পিকিং ইংলিশ Practice করতে পারবেন। এখানে সুবিধা হচ্ছে যে আপনি যদি কোন ভুল কথা বলেন এখানে আপনাকে কেউ চিনতে পারছে না। তাই এখানে লজ্জা পাওয়ার ভয়টা নেই
Speaking English এতো কঠিন কিছু না। আশা করি এগুলো টিপস আপনারা ফলো করে Speaking English Skill বাড়াতে পারবেন। মনে রাখবেন, Speaking English এ ভালো করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যতটা প্র্যাকটিস করবেন আপনার স্পিকিং স্কিল ততো বৃদ্ধি পাবে।
0 Comments