Sentence Structure Examples (Part - 1)

ইংরেজিতে ভালো করার জন্য আমাদের Exam এ বা Conversation এ Smart Sentence use করা উচিত।Smart Sentence এর ব্যবহার আপনার ইংরেজিকে Professional Look দিবে। আজকে আমরা কয়েকটি English Sentence Structure নিয়ে কথা বলব। আমরা এই Sentence Structure গুলো regular practice করলে এই English Sentence Structure গুলো আমাদের আয়ত্তে চলে আসবে।



Some English Sentence Structure Examples


When else - আর কখন

When else you will drink - আর কখন তুমি পান করবে
When else you will go - আর কখন তুমি যাবে
When else you will meet - আর কখন তুমি দেখা করবে
When else you will teach - আর কখন তুমি পড়াবে 


For the sake of - খাতিরে

I visit your home for the sake of keeping kinship - আমি তোমদের বাসায় আসি আত্মীয়তা রক্ষার খাতিরে
I come this group For the sake of learning English - আমি এই গ্রুপে আসি ইংরেজি শিখার খাতিরে
We do this For the sake of friendship - আমরা এটি করি বন্ধুত্তের খাতিরে


Verb + Let + Verb - নিজে করো অন্যকে করতে দাও বুঝাতে 

Learn let learn - নিজে শিখো অন্যকে শিখতে দাও
Go let go - নিজে যাও অন্যকে যেতে দাও
Do let do -নিজে করো অন্যকে করতে দাও
Eat let eat - নিজে খাও অন্যকে খেতে দাও


Trying to - চেষ্টা করা বুঝাতে

I am trying to do it - আমি এটা করতে চেষ্টা করছি
He is trying to learn swim - সে সাতার শেখার চেষ্টা করছে  
We are trying to help him - আমরা তাকে সাহায্য করার চেষ্টা করছি
I am trying to pass the exam - আমি পরীক্ষা পাশের চেষ্টা করছি 


I think I should - আমার মনে হয় আমার উচিত বোঝাতে

I think I should Learn Math - আমার মনে হয় আমার গনিত শেখা উচিত
I think I should take risk - আমার মনে হয় আমার ঝুকি নেয়া উচিত
I think I should say some thing - আমার মনে হয় আমার কিছু বলা উচিত


Decided to - কোনো কিছুর সিদ্ধান্ত নেয়া

I have decided to learn Math  - আমি গনিত শেখার সিদ্ধান্ত নিয়েছি
I have decided to hard work - আমি কঠোর পরিশ্রম সিদ্ধান্ত নিয়েছি
I have decided to help the poor - আমি গরিবদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি
We have decided to play today - আমরা আজকে খেলার সিদ্ধান্ত নিয়েছি
He has decided to marry him - সে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে


Might have - অতীতের সম্ভাবনা

He might have died - সে মারা যেতে পারত
We might have drunk tea - আমরা চা খেতে পারতাম
We might have gone there - আমরা সেখানে যেতে পারতাম
We might have won - আমরা জিততে যেতে পারতাম


For long time - অনেক সময় ধরে 

For long time you are missing - অনেক সময় ধরে তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না
For long time he is trying to do it - অনেক সময় ধরে সে এটি করার চেষ্টা করছে
For long time he is eating - অনেক সময় ধরে সে খাচ্ছে 


No need - দরকার নেই

No need to waste time - সময় অপচয় করার দরকার নেই।
No need to believe - বিশ্বাস করার দরকার নেই।
No need to cook - রান্না করার দরকার নেই।


আশা করি Post টি আপনাদের কাজে লাগবে। এই রকম Educational Post পেতে আমাদের Fan page এ লাইক করে আমাদের সাথে থাকুন। 

Post a Comment

0 Comments