Learn Sentence in English (Part - 2)

আমাদের অনেকের ইংরেজি সম্পর্কে ধারনা হচ্ছে, ইংরেজি সে তো অনেক কঠিন ব্যাপার। আমরা আমাদের প্রয়োজনীয় অনেক কথাই ইংরেজিতে বলতে পারিনা। কিছু কিছু  sentence আছে যা আমরা সচারচর ব্যবহার করে থাকি। এই Problem দূর করার জন্য আমরা কিছু English Sentence Structure মনে রাখতে পারি। 

English is very necessary for all of us. We have to regularly use some common sentences in our daily life. If we practice some sentence structure, then we can make unlimited English Sentences easily and express our feelings. 

This Sentence Making Structure will be very helpful for specially JSC, SSC, HSC Students. 

Likely To - সম্ভবনা আছে বুঝাতে Likely To ব্যবহার করা হয়

Karim is likely to get A+ - করিমের এ+ পাওয়ার সম্ভবনা আছে

I am likely to get the job - আমার চাকুরী পাওয়ার সম্ভবনা আছে

Hasan is likely to get the scholarship - হাসানের স্কলারশিপ  পাওয়ার সম্ভবনা আছে

Komol is not likely to get A+ - কমলের এ+ পাওয়ার সম্ভবনা নেই

He is not likely to come here again - তার এখানে পুনঃ আসার সম্ভবনা নাই


Intend to - ইচ্ছে আছে বুঝাতে intend to ব্যবহার করা হয়

I intend to buy a car - আমার গাড়ি কিনার ইচ্ছে আছে

Hafiz intends to learn English - হাফিজের ইংরেজি শিখার ইচ্ছে আছে

He does not intend to buy this book - তার এই বই কিনার ইচ্ছে নেই

He does not intend to attend the exam - তার পরিক্ষা দেয়ার ইচ্ছে নেই

I intend to go to office today - আমার আজকে অফিস এ যাবার ইচ্ছে আছে


Can be - যেতে পারে বুঝাতে can be ব্যবহার করা হয়

This can be written - এটি লিখা যেতে পারে

That can be done - ওইটি করা  যেতে পারে

It can be happened - এটি ঘটতে পারে

This can be made - এটি ঘটতে পারে

He can be called by this name - তাকে এই নামে ডাকা যেতে পারে


Learn Some Sentence Structure in English


Going to - কোনো কিছু করতে যাচ্ছি বুঝাতে going to ব্যবহার করা হয়

I am going to buy a laptop tomorrow - আমি আগামিকাল একটি ল্যাপটপ কিনতে যাচ্ছি

What are you going to buy tomorrow  - তুমি আগামিকাল কি কিনতে যাচ্ছ

I am going to be a doctor - আমি ডাক্তার হতে যাচ্ছি।


More Read - Learn Sentence in English (Part - 1)


About to - প্রায় হয়ে গিয়েছিল বুঝাতে About to ব্যবহার করা হয়

I was about to fall a sleep - আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম

i was about to reach - আমি প্রায় পোছে গিয়েছিলাম

He was about to finish - সে প্রায় শেষ করে ফেলেছিল

We were about to win the match - আমরা প্রায় ম্যাচ টি জিতে গিয়ে ছিলাম


Should have - উচিৎ ছিল বুঝাতে Should have ব্যবহার করা হয়

You should have done this - তোমাদের এইটা করা উচিৎ ছিল

I should have eaten this - আমার এইটা খাওয়া উচিৎ ছিল

We should have learnt English - আমাদের ইংরেজি শিখা উচিৎ ছিল


Have to - করতে হবে বুঝাতে Have to ব্যবহার করা হয়

I have to do the task - আমার এই কাজ টি করতে হবে

We have to eat - আমাদের খেতে হবে

We have to go there - আমাদের ওখানে যেতে হবে


Learn Some Sentence Structure in English


Had to - কোনো কিছু করতে হয়েছিল বুঝাতে  had to ব্যবহার করা হয়

He had to attend the class - তাকে ক্লাস এ উপস্থিত থাকতেই হয়েছিল

I had to go dhaka - আমাকে ঢাকায় যেতেই হয়েছিল

I had to read the book - আমাকে বই পড়তে হয়েছিল

I had to attend the meeting - আমাকে মিটিং এ যোগ দান করতে হয়েছিল


Have/ Has nothing to - কোনো কিছু করার নাই বুঝাতে have/ Has nothing to ব্যবহার করা হয়


He has nothing to say - তার কিছু বলার নাই

We have nothing to hide - আমাদের কিছু লকাবার নাই

I have nothing to do about it - আমার এই সম্পর্কে কিছু বলার নাই

We have nothing to loss - আমাদের কিছু হারাবার নাই


More Read - Simple Way to Learn English


Won't let - করতে দিব না বুঝাতে won't let ব্যবহার করা হয়

I won't let him do this - আমি তাকে এই কাজ করতে দিব না

He won't let you use this pen - সে তোমাকে এই কলম ব্যবহার করতে দিবে না

My father won't let me go out at night - আমার বাবা আমাকে রাতে বাহিরে যেতে দিবে না

I won't let him go there - আমি তাকে সেখানে যেতে দিব না


Are you into - কোনো কিছুতে মগ্ন বুঝাতে Are you into ব্যবহার করা হয়

Are you into Tea - তুমি কি চা খাওয়ায় মগ্ন ?

Are you into facebook chatting - তুমি কি ফেসবুক চ্যাঁটং এ মগ্ন ?

Are you into movie - তুমি কি মুভি দেখায় মগ্ন ?

Are you into book - তুমি কি বই পড়ায় মগ্ন ?


Would/ Could you - ভদ্রতা করে সাহায্য চাওয়ার ক্ষেত্রে would/Could you ব্যবহার করা হয়


could you please help me? - দয়া করে আক্তু সাহায্য করবেন ?

Could you please tell me truth - দয়া করে সত্যটা বলবেন ?

Could open the door - দয়া করে দরজা টা খুলবেন?

Would you mind giving me your phone - কিছু মনে না করলে আপনার ফোন টি দিবেন

Would you mind taking this gift - যদি কিছু মনে না করেন উপহারটি নিবেন


We can write some smart and difficult sentences very easily by using this English Sentence Making Structure



Post a Comment

0 Comments