বিভিন্ন English Sentence Making Structure use করে খুব সহজে অনেক English Sentence বানানো সম্ভব । এতে করে যারা ইংরেজিতে দুর্বল Student আছে তাদের কিছু টা হলেও Help হবে। আমরা আমাদের দেশের বিভিন্ন Public Exam যেমন- JSC, SSC, HSC exam এ অংশগ্রহণকারীদের জন্য Easy English এর উপর কাজ করছি। আজকে English Sentence Making Structure এর কয়েকটি Structure নিয়ে আলোচনা করা হল।
* Good At - দক্ষ / ভালো । আমরা কোনো কাজ এ ভালো বা দক্ষ বুঝাতে Good At ব্যবহার করি
I am good at cooking - আমি রান্নায় ভালো
I am good at math - আমি গনিতে ভালো
I am not good at Speak in English - আমি ইংরেজিতে কথা বলতে ভালো নই
You are good at cricket - তুমি ক্রিকেট এ ভালো
Sima is good at cooking - সিমা রান্নায় ভালো
* Let - কোন কিছু করতে দেয়া বুঝাতে Let ব্যবহার হয়
Let me live - আমাকে বাঁচতে দাও
Let me leave alone - আমাকে একা থাকতে দাও
Let him do whatever he likes - যা সে পছন্দ করে তাকে তা করতে দাও
Let him watch TV - তাকে টিভি দেখতে দাও
Let Raju play football - রাজুকে ফুটবল খেলতে দাও
* Sorry To - কিছু করার জন্য দুঃখিত বুঝাতে Sorry To ব্যবহার হয়
I am sorry to do it - আমি এতা করার জন্য দুঃখিত
I am sorry to misbehave - আমি খারাপ ব্যবহার করার জন্য দুঃখিত
I am sorry to waste your time - আপনার সময় নস্ট করার জন্য আমি দুঃখিত
I am sorry to say this - আমি এটি বলার জন্য দুঃখিত
I am sorry not to do this - আমি এটি না করার জন্য দুঃখিত
* Feel Like - কোন কিছু করার ইচ্ছে করা বুঝাতে Feel Like ব্যবহার হয়
I feel like playing cricket - আমার ক্রিকেট খেলতে ইচ্ছে করছে
I do not feel like eating - আমার খেতে ইচ্ছে করছে
do you feel like eating now - তোমার কি এখন খেতে ইচ্ছে করছে?
What do you feel like eating now - তোমার এখন কি খেতে ইচ্ছে করছে?
He feels like traveling - তার ভ্রমন করতে ইচ্ছে করছে
More Read - Sentence Structure Examples (Part - 2)
* How About - কেমন হয় বুঝাতে How About ব্যবহার হয়
How about getting married - বিয়ে করলে কেমন হয়
How about learning computer - Computer শিখলে কেমন হয়
How about doing this - এটি করলে কেমন হয়
How about reading news paper - সংবাদ পত্র পড়লে কেমন হয়
How about doing chat - চাটিং করলে কেমন হয়
* Wish....Could - কোনো কিছু হতে বা করতে পারতাম বুঝাতে Wish....Could ব্যবহার করা হয়
i wish i could maintain a good health - আমি যদি ভালো স্বাস্থ্য ধরে রাখতে পারতাম
I wish i could work my country - আমি যদি দেশে এর জন্য কিছু করতাম
I wish i could be a player - আমি যদি খেলোয়াড় হতে পারতাম
I wish I could be a doctor - সে যদি ডাক্তার হতে পারতাম
I wish I could make a good result in the Exam - আমি যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারতাম
Learn Some Beautiful Sentence Structures in English
* Will be able to - কোনো কিছু করার সক্ষমতা আছে বুঝাতে Will be able to ব্যবহার করা হয়
I will be able to do it - আমি এটি করতে পারবো
i will be able to come here - আমি এখানে আসতে পারবো
i will not be able to this work - আমি এই কাজটি করতে পারবো না
Will karim able to do this - করিম কি এটি করতে পারবে?
Won't you be able to this math - তুমি কি অংকটি করতে পারবে না?
More Read - Simple Way to Learn English
* Used To - পছন্দ করতাম বুঝাতে Used To ব্যবহার করা হয়
i used to like smoke - আমি ধুমপান পছন্দ করতাম
I used to play cricket - আমি ক্রিকেট খেলতাম
I used to like vegetable - আমি সবজি পছন্দ করতাম
You used to like do this - তুমি এটি করতে পছন্দ করতে
We used to like gossip - আমরা আড্ডা দিতে পছন্দ করতাম
By using this English Sentence Structure we can write some smart and difficult sentences very easily.
0 Comments