Simple Way to Learn English

 Best Way to Learn English - ইংরেজি  শিখার সহজ উপায়

ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। As an International Language ইংরেজিতে ভালো করা এখন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভালো চাকরি পাওয়ার জন্য বা যেকোনো Competitive Exam  এ ভালো করার জন্য ইংরেজিতে ভালো করা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি ছাড়া আজকে আমরা ভালো কিছু করার কথা চিন্তাই করতে পারি না। তাই আমাদেরকে Learning English এর উপর বেশি জোর দিতে হবে। 

আমাদের মনে রাখতে হবে ইংরেজি একটি ভাষা। এটি একদিনে আয়ত্ত করা সম্ভব নয়। এটি প্র্যাকটিসের একটি বিষয়। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি ধীরে ধীরে ভালো ইংরেজি শিখতে পারবেন। Learning English এর জন্য আপনাকে একটি Long Term Planning করতে হবে এবং আস্তে আস্তে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন।


Learning English is a long term process. You can follow some steps to Learn English easily


Write Everyday on any Topic in English

It is very good process to learn English Easily. প্রতিদিন ইংরেজিতে কোন বিষয়ের উপর কিছু লিখতে পারেন। Your Hobby, Your Self, About Your Family এই রকম যে কোন সহজ বিষয় এর উপর আপনি প্রতিদিন Free Hand Writing Practice করবেন। You should follow a diary for this task. By using this step you can Learn how to make a sentence in English. আপনি যেকোনো  Interesting Topic এর উপর English writing Practice করতে পারেন. 


Read English News Paper Daily

You must read English News Paper daily at least 30 minutes. By using this tricks you can learn many news words. It will increase your vocabulary levels. আপনার new words vocabulary জানা English Learning এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এতে আপনার শব্দ ভাণ্ডার বাড়বে। আপনি New Vocabulary গুলো ডায়েরিতে নোট করে রাখবেন এবং তা Regular Revision দিবেন। যে বিষয়ের নিউজ গুলো আপনি পছন্দ করেন সেই নিউজ গুলো পরতে পারেন। এতে আপনি Boring Feel করবেন না।


More Read - Learn Sentence in English (Part - 1)


Learn English Through Story Books

It is one of the best way of Learning English. বিশেষ করে ছোটদের English Language Learning এর জন্য এই Learning Tips টি খুবই কার্যকর। এখান থেকে আপনি অনেক new words vocabulary শিখতে পারবেন। How to write a smart sentence তা আপনি এর মাধ্যমে শিখতে পারবেন। Regular এই কাজ গুলো করলে আপনার মাঝে আস্তে আস্তে Skill Develop করবে। অনেকেই গল্প বা সাহিত্য পছন্দ করেন তারা সেই বই গুলো ইংরেজিতে পড়তে পারেন। এতে আপনার ইংরেজি শেখার আগ্রহ বাড়বে।


Watch English Cartoon Or Movie to Learn American English

Everyone wants to Speak English like an American. It is not very hard or impossible. You may watch American cartoons or Hollywood Movies to learn American English. You can find here  how they talk, how they uses sentences in their conversation.


Daily Conversations in English

আপনি বাসায় কারো সাথে, আপনার ফ্রেন্ডের সাথে বা এখন অনলাইনে ফেসবুকে আপনি English Conversation করতে পারেন। এ ছাড়া অনেক ওয়েবসাইট আছে যেখানে আমরা এখন English Conversation করতে পারি। যেমনঃ Speaking24.com


More Read - Exam Tips

Use Games to Learn English

Learning English is now very easy. Now a days you can play some games to learn English. It is a best way of teaching your child. You can play English Learning games like Board Race, Word Jumble Race, Hangman etc. It is the best tricks for Kids English Learning.


মোট কথা মনে রাখবেন, Practice makes a man perfect. তাই যত বেশি আপনি প্র্যাকটিস করবেন ততবেশি আপনার English develop করবে।


Post a Comment

0 Comments