Exam Tips

Exam Tips for All JSC, SSC, HSC Student

Exam নিয়ে চিন্তিত নয় আমাদের দেশে রকম Student খুব কমই আছে। JSC, SSC, HSC Student এর মাঝে এক্সাম নিয়ে খুব বেশি টেনশন কাজ করে। অনেকে এক্সামের আগে ঘুমোতে পারে না। আবার অনেকে টেনশনে অসুস্থ হয়ে পড়ে।  


মনে রাখবেন, আপনি কি জানেন সেটা হচ্ছে বড় কথা নয়। Exam মানে হচ্ছে আপনার খাতায় আপনি কি লিখে দিয়ে আসছেন সেটাই বড় কথা। আপনি অনেক কিছুই জানেন কিন্তু লিখতে পারলেন না তাহলে আপনার সেই জানার কোন ও লাভ হল না। আপনার Exam ভালো হবে না।

Exam Tips

Exam হচ্ছে মাত্র কিছু সময়ের ব্যাপার। Exam এর সময়গুলোকে আপনি কিভাবে কাজে লাগিয়েছেন তার উপর আপনার রেজাল্ট নির্ভর করে। যেমনঃ ধরুন তিন ঘন্টার এক্সামে, আপনি তিন ঘন্টা কিভাবে কাজে লাগিয়েছেন তার উপর আপনার রেজাল্ট নির্ভর করবে। তাই Exam এর সময় Time Management এর উপর গুরুত্ব দিতেয় হবে।


So every student should apply some Exam Tricks on their Upcoming Exam. Some successful Exam Tips are given below. 


• Exam শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে Exam Hall এ প্রবেশ করুন ।


• Answer Sheet খুব ভালো করে মার্জিন করুন। এতে Answer Sheet দেখতে ভালো লাগবে। মার্জিন পেন্সিল দিয়ে দিতে হয়।


• আপনার  Roll, Registration, Question Set সঠিকভাবে লিখুন। যদি এইগুলো লিখতে ভুল করেন, তাহলে আপনি যতই ভালো দেন না কেন আপনার Result ভালো আসবে না। 

More Read - Learn Sentence in English (Part - 1)

• প্রতিটা প্রশ্নের উত্তর লেখার সময় কোন প্রশ্নের উত্তর লিখছেন তা সঠিকভাবে লিখতে হবে। অনেক সময় আমরা কোন প্রশ্নের উত্তর লিখছি সেই নাম্বার দিতে ভুলে যাই। এতে পরীক্ষক বুঝতে পারেন না যে আপনি কোন প্রশ্নের উত্তর লিখেছেন। তখন উনি ঠিক ভাবে নম্বর দিতেয় পারেন না।


• যে প্রশ্নের উত্তর খুব ভালো পারবেন, সে প্রশ্নের উত্তর প্রথমে দেয়ার চেষ্টা করুন। এতে আপনার পরীক্ষকের কাছে গুড ইমেজ তৈরি হবে।


• আপনি প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করুন। এতে পরীক্ষক এর খাতা দেখা সহজ হয়। 


• ছোট প্রশ্ন গুলোর উত্তর আগে দেয়া ভালো। এতে কম সময় আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন।


• Gel Pen ব্যবহার না করাই উত্তম। কারন Gel pen use করলে আপনার  Answer Sheet নষ্ট হতে পারে।


• অবশ্যই সবগুলো প্রশ্নের Answer দিতে চেষ্টা করুন। এটা খুব ই গুরুত্বপূর্ণ । তাই যে কোন এক্সাম এ Full Answer দেয়ার চেষ্টা করবেন।


• Answer লিখার সময় চিত্র দেয়ার চেষ্টা করুন। এই Tips use করে কম লিখে ভালো নাম্বার পাওয়া যায়।  


• খুব দ্রুত লেখার চেষ্টা করুন। দ্রুত লেখার সময় লেখা কিছুতা অসুন্দর হবে এটাই স্বাভাবিক। দ্রুত না লিখতে পারলে আপনি সবগুলো প্রশ্নের Answer দিতে পারবেন না।


• অনেক Exam এর ক্ষেত্রেই রাফ করা দরকার হয়। বিশেষ করে Math exam এর সময়। আপনি রাফ এর জন্য আলাদা লুজ শিট নিতে পারেন। অনেকে খাতায় পিছনে রাফ করে, এতে অনেক সময় নষ্ট হয়।


• Answer লেখার সময় আপনি আপনার Spelling এর উপর জোর দিন। কোন Spelling  ভুল হলে সেখানে এক টান দিয়ে কেটে দিন।


• কোন উক্তি লিখলে তার নিচে আপনি নীল কালিতে আন্ডারলাইন করতে পারেন। এতে উক্তিটি পরীক্ষক এর নজরে খুব সহজে পড়বে।


• অতিরিক্ত Sheet নিলে টা অবশ্যই Numbering করুন। আর আপনার মুল Answer Sheet এ অবশ্যই উল্লেখ করুন।


Finally we can say if you follow these Exam Tips properly, Then you will get good result. So every student should follow these exam tips. Do not be panic before exam. Remember that only relax mind can bring a good result.  


Post a Comment

0 Comments