আমাদের দেশে অনেক স্টুডেন্টের আকাঙ্ক্ষা হচ্ছে অল্প পড়ে কিভাবে বেশি নাম্বার পাওয়া যায় অর্থাৎ আমরা পড়বো অল্প কিন্তু নাম্বার চাই বেশি। এর কি কোনো সলিউশন আছে ? যদিও সটকার্টে বেশি নাম্বার পাওয়ার কোনো স্পেসিফিক রাস্তা নাই। তবে কিছু নিয়ম মেনে চললে আর কিছু টেকনিক ফলো করলে আমরা অল্প পড়ে ও ভালো নাম্বার পেতে পারি।
অল্প পড়ে ও বেশি নাম্বার পাওয়ার জন্য কিছু টিপস আপনি মেনে চলতে পারেন। আজকে আমরা এই টিপস গুলো নিয়ে আলোচনা করবো। আশা করি টিপস গুলো আপনারা মানলে আপনাদের জীবনে কাজে লাগবে।
Exam Preparation Tips for JSC - SSC - HSC Students
পরিকল্পনা করুন
একটি কাজ শুরু করার আগে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিকল্পনা করা। অনেকে পরিকল্পনা না করে কাজ শুরু করে দেয়। কিন্তু এটা ঠিক নয়। পরিকল্পনা করা থাকলে আপনি খুবই সুন্দরভাবে ও গোছানোভাবে কাজটি করতে পারবেন তাই পরিকল্পনার গুরুত্ব আছে। তাই পড়াশোনার আগেও পরিকল্পনা করুন। প্রতিদিন কতটুকু পড়তে হবে, কিভাবে পড়বেন টা আগে থেকে ঠিক করুন । তাহলে আপনার জন্য পড়াটা ফলপ্রসু হবে এবং বার বার একই পড়া আপনাকে পড়তে হবে না।
বুঝে পড়তে হবে, মুখস্থ করা যাবে না
এখন যেহেতু সব সৃজনশীল হয়ে গেছে তাই আপনাকে বুঝে পড়তে হবে, মুখস্থ করা যাবে না পরীক্ষায় আমাদের যেহেতু সব সূজনশীল লিখতে হয় তাই মুখস্থ করে আপনি কোন কিছু লিখতে পারবেন না। আপনাকে পুরো বিষয়টি এমন ভাবে বুঝে পড়তে হবে যেন প্রশ্নে যা চাওয়া হয় টা আপনি সঠিক ভাবে তা লিখতে পারেন। যেমনঃ আমরা যদি কোন গল্পের বই পড়ি, একবার গল্পটি পড়ার পরে কিন্তু আমরা সেই গল্পের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিতে পারি কারণ সেটা আমার মুখস্থ করি না।
More Read - Exam Tips
পড়ার সময় লিখে পড়া
পড়ার সময় লিখে পড়ার চেষ্টা করুন। এতে আপনার পড়াটা দীর্ঘস্থায়ী হবে। কারন আমরা জানি জ্ঞানীরা বলে একবার লিখা হচ্ছে দশবার পড়ার সমান। তাই যথাসম্ভব লিখে পড়ার চেষ্টা করুন।
সময়ের কাজ সময়ে করুন
সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন। আমাদের মধ্যে অনেকেই আছে আজকে না কালকে থেকে আমরা শুরু করব এই ভেবে ভেবে আমরা কাজ ফেলে রাখি। কিন্তু এতে আমাদের কাজ গুলো জমে যায় তাই সময়ের কাজ সময়ে করে ফেলুন। অনেক সময় কাজটাই আর করা হয়ে উঠে না। ছোট ছোট ভাবে পরিকল্পনা করুন যেমনঃ ১ ঘন্টার মধ্যে আপনি কোন পড়াটা শেষ করবেন এবং সেটা সেই সময়ের মধ্যেই শেষ করে ফেলুন। এতে আপনার পড়াগুলো আগিয়ে যাবে।
প্রতিযোগী ঠিক করুন
আপনি একজন প্রতিযোগী ঠিক করতে পারেন এবং তার থেকে আপনি ভাল নাম্বার পাওয়ার চেষ্টা করুন। এতে আপনার পড়ার আগ্রহ বাড়বে। এটা একটা মোটিভেশন হিসেবে কাজ করবে। মনে রাখবেন কোন দোড় প্রতিযোগিতায় আপনি যদি মাঠে একা দোড় দেন তাহলে কিন্তু কোন লাভ হবে না। তাই প্রতিযোগী ঠিক করা টা গুরুত্বপূর্ণ। প্রতিযোগী ঠিক করুন এবং তাকে ওভারকাম করার চেষ্টা করুন। সামনে যে পরীক্ষাগুলো আসবে JSC, SSC, HSC যাই হোক না কেন তার থেকে আপনি ভালো রেজাল্ট করার চেষ্টা করুন।
আড্ডা কমিয়ে দিন
এক্সাম এর আগে আড্ডা কমিয়ে দিন। এখন তো আমরা আড্ডা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেই। তাই এগুলো ব্যবহার কমিয়ে দেন। এর মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ সময় গুলো আপনি নষ্ট করছেন।
More Read - Simple Way to Learn English
ভালো ছাত্র-ছাত্রীদের সাথে মিশুন
কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। তার মানে আপনি বুঝতে পারছেন ভালোর সাথে থাকলে অবশ্যই ভালো কিছু শিখবেন। যথাসম্ভব চেষ্টা করুন ভাল ছাত্র ছাত্রীদের সাথে মেশার। তাদের সাথে মিশলে তাদের পড়াশোনা কৌশল জানতে পারবেন। তাদের কাছে থেকে গুরুত্বপূর্ণ নোট পেতে পারেন। তাই ভালো ছাত্র ছাত্রীদের সাথে আপনার নেটওয়ার্ক তৈরি করুন।
নিজ নিজ ধর্মকর্মে মনোযোগী হন
অনেকেই পরীক্ষার আগে আগে টুপি নিয়ে খুবই ধর্মকর্মে মনোযোগী হয়ে পড়ে। যে যে ধর্ম পালন করেন সেই ধর্মের প্রতি মনোযোগী হয়ে ওঠেন। আসলে আমাদের সবসময় ধর্মকর্মে মনোযোগী হওয়া উচিত এতে আমাদের মন ভালো থাকে ও পড়ায় মনোযোগী হওয়া যায়।
নির্দিষ্ট সময়ে প্রতিদিন পড়তে বসা
প্রতিদিন আপনাকে কে একটি নির্দিষ্ট সময়ে পড়তে বসতে হবে। একটা সময় আপনি পড়ার জন্য ঠিক করবেন, সেটা হতে পারে ৭ টা থেকে ১০ টা পর্যন্ত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত। গার্লফ্রেন্ড এবং প্রতিদিনই একই সময়ে পড়তে বসলে টা আপনার অভ্যাসে পরিনত হবে। এতে আপনার পড়াশোনা করাটা খুব সহজ হয়ে যাবে। তাই এই অভ্যাস টা খুবই জরুরী।
টিভি - কম্পিউটার কম চালানো
আমাদের অনেকেই প্রতিদিনই টিভিতে বিভিন্ন সিরিয়াল দেখায় অভ্যাস্থ বা অনেকে খেলা দেখা নিয়ে ব্যস্ত থাকি পরীক্ষার আগ মুহূর্তে আপনাকে এই গুলো অভ্যাসের দিকে নজর দিতে হবে। আবার অনেকেই কম্পিউটার চালাই বা কম্পিউটারে গেমস খেলি। এগুলোর জন্য আমাদের অনেক সময় নষ্ট হচ্ছে।
0 Comments