Some English Conversation Sentence
Spoken English এর সমস্যা হল আমাদের ব্যাপক একটি সমস্যা। আমরা অনেকেই কোনো conversation ই easily English এ করতে পারিনা। তাই এই সমস্যার কিছুটা সমাধান করার জন্য আমরা কয়েকটি Conversation Sentence প্র্যাকটিস করতে পারি। এতে আমাদের Spoken English এর জড়তা কিছুটা হলেও কমবে।
Spoken English এর কাজ সহজ করার জন্য আমরা আমাদের প্রতিনিয়ত Conversation এর জন্য যে সমস্ত sentence গুলোর প্রয়োজন হয় তা আমরা মনে রাখতে পারি। এখানে কয়েকটি Daily Use English Sentences এর উদাহরন দেয়া হল।
এই Conversation Sentence গুলো বার বার প্র্যাকটিস করার ফলে ইংলিশে একটা ভালো দক্ষতা অর্জন সম্ভব। তাই Daily Use English Sentences গুলো আপনি আপনার ডায়েরিতেও লিখে রাখতে পারেন।
Daily Use English Sentences
I do not drink tea without sugar - আমি চিনি ছাড়া চা পান করিনা
I won't leave without you - আমি তোমাকে ছাড়া যাব না
I am with you - আমি তোমার সাথে আছি
Every one is here - সবাই এখানে আছে
I have no objection - আমার কোন ও আপত্তি নাই
I cannot forgive her - আমি তাকে ক্ষমা করবো না
Can you manage it - তুমি কি এটা করতে পারবেন
He is in the upper room - সে উপরে ঘরে আছে
He is in the lower room - সে নিচের ঘরে আছে
I think - আমি মনে করি
Impossible - অসম্ভব
It is important - এটা গুরুত্বপূর্ণ
Do not make rush - তারাহুড়ো কর না
Do not worry - চিন্তা কর না
You are just fantastic - তুমি অসাধারণ
Let me in - আমাকে ভিতরে আসতে দাও
Let me out - আমাকে বাহিরে যেতে দাও
I cannot handle this any more - আমি আর সামলাতে পারছিনা
He is right - সে সঠিক বলেছে
I am not kidding - আমি মজা করছিনা
More Read - Spoken English Learning Tips
Go and study - যাও পড়তে বস
You have changed a lot -
I donot remember - আমার মনে নাই
where do you get such ideas? - কোথা থেকে শিখেছো এইসব
Donot talk too much - বেশি কোথা বলবে না
are you still angry - তুমি কি এখনো রেগে আছো?
Lend me some money - আমাকে কিছু তাকা ধার দাও
That is not point - তেমন ব্যাপার না
So what should i do - তাহলে আমার কি করা উচিত
Get me some water please? - আমাকে একটু জল দাও তো
Do not prove me wrong - আমাকে ভুল প্রমান করো না
Stay healthy - সুস্থ থাকো
Donot walk barefoot - খালিপায়ে হেটো না
How did he know? সে কি করে জানলো
As far as i Know - যত দূর আমি জানি
I am not hungry - আমার খিদে নেই
Hold on tightly, do not let go - শক্ত করে ধর ছেড়োনা
It is only about few days - কিছু দিনের তো কথা
Do what ever you want - তোমার যা ইচ্ছে করো
There is nobody here apart from me - এখানে আমার ছাড়া আর কেও নেই
I didnot really know - আমার সত্য টা জানা ছিল না
I am unable to sleep - আমার ঘুম আসছে না
Do not misbehave - বদমাশি করো না
Change your thinking over time - সময়ের সাথে ভাবনা টা বদলাও
Some English Conversation Sentences
This wheel has less air - এই চাকাতে বাতাস কম আছে
I will choke you - আমি তোর গলা টিপে দিব
Do not mess with me - আমার সাথে পাঙ্গা নিস না
Stop confusing - হৈ চৈ করা বন্ধ করুন
Are you quite sure? তোমার কি পুরো বিশ্বাস আছে
Why do you take so much time? এতো সময় লাগে কেন তোমার ?
This is not a minor issue - এটা কোনো ছোটখাটো বিষয় না
I overhead you - আমি তোমার কথা শূনে ফেলেছি
Fasten your seat belt - নিজের সিট বেল্ট লাগিয়ে নাও
Unfasten your seat belt - নিজের সিট বেল্ট খুলে নাও
This is what i wanted - আমি এটাই চেয়েছিলাম
More Read - Learn Sentence in English (Part - 1)
May I sit here? - আমি এখানে বসতে পারি?
Come with me - আমার সঙ্গে চল
Look into his eyes - তার চোখের দিকে তাকাও
Do it properly - ঠিক ভাবে করো
I will meet you in a while - একটু পড়ে তোমার সাথে দেখা করছি
I suppose not - মনে হয় না
Reach on time - সময়ে পোঁছে যাও
It does not seem to be here - এখানে আছে বলে মনে হয় না
May be - হতে পারে
Since when - কখন থেকে
Sweep up - ঝাড়ু দাও
I am going to bed - আমি ঘুমোতে যাচ্ছি
Do not argue - তর্ক করো না
আশা করি Conversation Sentence গুলো আপনাদের কাজে লাগবে। তাই আমাদের fan page এ like দিয়ে আমাদের website এর একজন সদস্য হয়ে যান।
0 Comments