প্রাথমিক বৃত্তি পরীক্ষা এর গণিত সাজেশন অধ্যায় - ১ থেকে ৫
অধ্যায়-১ গুণ
প্রশ্নঃ
গুণ্য কাকে বলে?
উত্তর:
যে সংখ্যাকে গুণ করা হয়
তাকে গুণ্য বলে।
প্রশ্নঃ
গুণক কাকে বলে?
উত্তর:
যে সংখ্যা দ্বারা গুণ করা হয়
তাকে গুণক বলে।
প্রশ্নঃ
গুণফল কাকে বলে?
উত্তর:
গুণ্যকে গুণক দ্বারা গুণ
করে যে সংখ্যা পাওয়া
যায় তাকে গুণফল বলে
।
প্রশ্ন:
গুণফল নির্ণয়ের সূত্রটি লেখ?
উত্তর:
গুণ্য × গুণক = গুণফল। প্রশ্নঃ গুণ্য নির্ণয়ের সূত্রটি লেখ? উত্তর: গুণ্য
= গুণফল ÷ গুণক প্রশ্নঃ গুণক
নির্ণয়ের সূত্রটি লেখ?
উত্তর:
গুণক = গুণফল ÷ গুণ্য
প্রশ্নঃ
গুণের বিপরীত প্রক্রীয়ার নাম কি?
উত্তর:
ভাগ
প্রশ্নঃ
যে কোনো সংখ্যাকে ০
দ্বারা গুণ করলে গুণফল
কত হবে?
উত্তর:
০ (শূন্য)
প্রশ্নঃ
গুণ কিসের সংক্ষিপ্ত রূপ?
উত্তর:
যোগ।
প্রশ্নঃ
ভাগ কী?
উত্তর:
ভাগ হলো পুনঃ পুনঃ
বিয়োগ।
প্রশ্ন:
ভাজ্য কাকে বলে?
উত্তর:
যে সংখ্যাকে ভাগ করা হয়
তাকে ভাজ্য বলে।
প্রশ্নঃ
ভাজক কাকে বলে?
অধ্যায়-২ ভাগ
উত্তর:
ভাজ্যকে যে সংখ্যা দ্বারা
ভাগ করা হয় তাকে
ভাজক বলে।
প্রশ্নঃ
ভাগফল কাকে বলে?
উত্তর:
ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ
প্রশ্ন:
ভাগশেষ কোনটি?
উত্তর:
ভাজ্যকে ভাজক দ্বারা লে
যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল
বলে।
করলে
যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ
বলে ।
প্রশ্ন:
নিঃশেষে বিভাজ্য হলে ভাগফল এর
সূত্রটি লেখ?
উত্তর:
ভাগফল = ভাজ্য : ভাজক ।
প্রশ্নঃ
নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য এর
সূত্রটি লেখ?
উত্তর:
ভাজ্য = ভাজক × ভাগফল
প্রশ্নঃ
নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল
এর সূত্রটি লেখ?
উত্তর:
ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) : ভাজক ।
প্রশ্নঃ
নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য
এর সূত্রটি লেখ?
উত্তর:
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
প্রশ্ন:
নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক
এর সূত্রটি লেখ?
উত্তর:
ভাজক = (ভাজ্য - ভাগশেষ) : ভাগফল ।
অধ্যায়-৩ চার প্রক্রিয়া
সম্পর্কিত সমস্যাবলি
প্রশ্ন:
ঐকিক নিয়ম কাকে বলে?
উত্তর:
এককের মান নির্ধারণপূর্বক সমস্যা
সমধান করার পদ্ধিতিকে ঐকিক
নিয়ম বলে ।
প্রশ্নঃ
যে রাশিটি বের করতে হয়
তা অংক সাজানোর সময়
কোন দিকে থাকে?
উত্তর: শেষে ডান দিকে ।
More Read : Prathomik Britti Exam Math Suggestion-2
অধ্যায়-৪ গাণিতিক প্রতীক
প্রশ্ন:
সংখ্যা প্রতীক কাকে বলে?
উত্তর:
যে প্রতীক গুলি সংখ্যা লিখার
জন্য ব্যবহার করা হয় সেগুলিকে
সংখ্যা প্রতীক বলে ।
প্রশ্নঃ
সংখ্যা প্রতীক কয়টি ও কি কি?
উত্তর:
সংখ্যা প্রতীক ১০টি। ০, ১, ২,
৩, ৪, ৫, ৬,
৭, ৮, ৯
প্রশ্ন:
গাণিতিক প্রতীক কী?
উত্তর:
গণিতে যে প্রতীক ব্যবহার
করা হয় তাই গাণিতিক
প্রতীক
প্রশ্ন:
প্রক্রিয়া প্রতীক কাকে বলে?
উত্তর:
যে প্রতীক গুলি চারটি প্রক্রিয়ার
জন্য ব্যবহার করা হয় সেগুলিকে
প্রক্রিয়া প্রতীক বলে ।
প্রশ্নঃ
প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি?
উত্তর:
৪টি। +, -, ×, ÷
প্রশ্ন:
সম্পর্ক প্রতীক কাকে বলে?
উত্তর:
যে প্রতীকগুলি সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলিকে
সম্পর্ক প্রতীক বলে ।
প্রশ্ন:
সম্পর্ক প্রতীক কয়টি ও কি কি?
উত্তর:
৬টি। =,
>,<,≠,,<
প্রশ্ন:
বন্ধনী প্রতীক কয়টি ও কি কি?
উত্তর:
৩টি। (), {}, []।
প্রশ্ন:
বিপরীত সম্পর্ক প্রতীক কয়টি ও কি কি?
উত্তর:
বিপরীত সম্পর্ক প্রতীক ৩টি। , *,
প্রশ্ন:
অক্ষর প্রতীক কী?
উত্তর:
অজানা সংখ্যা নির্দেশ করতে যে বিশেষ
প্রতীক বা অক্ষর ব্যবহার
করা হয় তাকে অক্ষর
প্রতীক বলে।
প্রশ্নঃ
অক্ষর প্রতীক কেন ব্যবহার করা
হয়?
উত্তর:
অজানা সংখ্যা নির্দেশ করার জন্য অক্ষর
প্রতীক ব্যবহার করা হয়।
প্রশ্নঃ
খোলা বাক্য বলতে কী বুঝায়
?
উত্তর:
একটি বাক্যকে “ খোলা বাক্য” বলা
হয়, যখন বাক্যটি সত্য
না মিথ্যা তা নির্ণয় করা
যায় না।
উত্তর:
একটি বাক্যকে “গাণিতিক বাক্য (বন্ধ বাক্য)” বলা
হয়,
প্রশ্নঃ
গ.সা.গু এর
পূর্ণরূপ কী?
উত্তর:
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
প্রশ্নঃ
গ.সা. গু কাকে
বলে?
অধ্যায়-৫ গুনিতক বাক্যটি
সত্য না মিথ্যা তা
নির্ণয় করা যায়
প্রশ্নঃ
ল.সা.গু এর
পূর্ণরূপ কী?
উত্তর:
লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
প্রশ্নঃ
ল.সা. গু কাকে
বলে?
উত্তর:
দুই বা ততোধিক
লসাগু
বলে।
প্রশ্নঃ
গুণিতক কাকে বলে?
উত্তর:
সাধারণ
গুণিতক গুলোর মধ্য সবচেয়ে ছোট
সংখ্যাটিকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে
প্রশ্নঃ
বন্যা কোন সংখ্যা দ্বারা
বিভাজ্য হলে,
কাকে
বলে?
প্রথমটিকে
অন্যটির গুণিতক বলে।
উত্তর:
কোন সংখ্যা যে যে সংখ্যা
দ্বারা বিভাজ্য, সেগুলিকেই ঐ সংখ্যার গুণনীয়ক
বলে । গুণনীয়ককে উৎপাদকও
বলে।
প্রশ্নঃ
মৌলিক সংখ্যা কাকে বলে ।
উত্তর:
১ এর চেয়ে বড়
যেসব সংখ্যার ১ ও ঐ
সংখ্যা ছাড়া আর অন্য কোন
গুণনীয়ক বা উৎপাদক নেই
সে সংখ্যা গুলিকেই মৌলিক সংখ্যা বলে ।
প্রশ্নঃ
১ থেকে ৫০ পর্যন্ত
মৌলিক সংখ্যা কয়টি ও কি কি?
উত্তর:
১৫টি এ গুলো হল
২, ৩, ৫, ৭,
১১, ১৩, ১৭, ১৯,
২৩, ২৯, ৩১, ৩৭,
৪১, ৪৩, ৪৭
প্রশ্নঃ
যৌগিক/কৃত্রিম সংখ্যা কাকে বলে ।
উত্তর: ১ এর চেয়ে বড় যেসব সংখ্যার ১ ও ঐ সংখ্যাটি ছাড়া অন্তত একটি গুণনীয়ক আছে সেই সংখ্যা গুলিকেই যৌগিক সংখ্যা বলে।
আশা করি এই প্রশ্ন গুলো ভালো করে পড়লে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কমন আসবে ইনশা আল্লাহ। আরো সাজেশন পেতে আমাদের পেজে লাইক করে আমাদের সাথে থাকো।
0 Comments