১লা জুলাই তারিখ বার্ষিক ইনক্রিমেন্ট - Govt. Employee Pay Fixation
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১লা জুলাই তারিখে বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হয়। আপনার ইনক্রিমেন্ট যোগ হয়েছে কিনা দেখতে প্রবেশ করতে হবে এই সাইটে:
ব্রাউজারে payfixation.gov.bd লিখে Go তে ক্লিক করলে নিচের সাইটে কনভার্ট হয়ে যাবে
https://ibas.finance.gov.bd/ibas2/Fixation
সাইটে প্রবেশ করে ধাপগুলো অনুসরণ করতে হবে:
ছবি-১: নীচের দিকে "পরবর্তী ধাপ" এ ক্লিক
ছবি-২: "আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি" বামের বক্সে টিক ও "পরবর্তী" তে ক্লিক
ছবি-৩: ইনক্রিমেন্ট অপশনে ক্লিক
ছবি-৪: স্ক্রিনে যে কমান্ড আসবে সেখানে "হ্যাঁ" তে ক্লিক
ছবি-৫: বেসামরিক অপশনে ক্লিক
ছবি-৬: ১৭ ডিজিটের NID বা Smart ID যেটি বেতন নির্ধারণের সময় ব্যবহৃত হয়েছে, মাঝখানে হাইফেনসহ Verification No. (Verification No. ভুলে গেলে ছবি-৬ এর নীচে Forgot verification? এ ক্লিক করলে ছবি-৭ এ এর মত NID আর ক্যাপচা দিয়ে Send Verification কোডে ক্লিক করলে ফিক্সেশানের সময় প্রদত্ত মোবাইল নম্বরে Verification No. চলে যাবে) এবং ক্যাপচা বসিয়ে login এ ক্লিক করলে ফিক্সেশানের সময় প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস আসবে ৪ নম্বরের Verification Code
ছবি-৮: Verification Code ইনপুট দিয়ে Validate অপশনে ক্লিক
ছবি-৯: পেজের উপরের দিকে ইনক্রিমেন্ট তারিখ লেখার ডানপাশে ড্রপ-ডাউন বাটনে ক্লিক করলে আগের সব ইনক্রিমেন্ট তারিখ সহ নতুন ইনক্রিমেন্টের তারিখ ১লা জুলাই দেখা যাবে। ১লা জুলাই তারিখে ক্লিক করতে হবে।
ছবি-১০: ইনক্রিমেন্ট ১লা জুলাই লেখা অংশের নীচে Go তে ক্লিক করলে চলে আসবে ফিক্সেশান পেজ, এরপর বামপাশে প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করে প্রিন্ট নিলেই হয়ে গেল।
এই ভাবে খুব সহজে Salary Pay Fixation করা যায়। This is the full process of Bangladesh Govt. Employee Salary Pay Fixation
0 Comments